শেখার জন্য কথা বলা
শিখনে সহায়তার জন্য শিক্ষার্থীদের নিজেদের মধ্যে ও শিক্ষকের সঙ্গে কথা বলার সুযোগ করে দেওয়া একান্ত আবশ্যক৷ কথাবার্তার মধ্য দিয়ে তারা নিজেদের বোঝা বিষয়গুলি আদান প্রদান করে এবং নতুন শিখনের সঙ্গে তাকে যুক্ত করে৷ সব বয়সের জন্য এটি বিশেষ প্রয়োজনীয়৷ এই ভিডিওগুলি দেখাচ্ছে কিভাবে শিক্ষক সকল শিক্ষার্থীদের ফলপ্রসূ কথাবার্তার সুযোগ করে দিচ্ছেন৷
আপনি প্রধান সম্পদ ‘শেখার জন্য কথা বলা’ পড়তে চাইতে পারেন৷
শিক্ষক নানারকম খেলার আয়োজন করতে পারেন যাতে শিক্ষার্থীরা নিজেদের মধ্যে শ্রেণিকক্ষের ভিতর কথা বলতে পারে৷
- ডাউনলোড: প্রতিলিপি (ট্রান্সক্রিপ্ট) / ভিডিও
- এই ভিডিওর উপর আপনার চিন্তাভাবনাকে আমরা স্বাগত জানাচ্ছি৷ দয়া করে এগুলি ইউটিউবে সকলর সাথে ভাগ করুন৷
- আপনি TESS-India প্রাথমিক ইংরেজি শিক্ষক উন্নয়নের মুক্ত শিক্ষা সম্পদটি পাঠ করতে চাইতে পারেন।
শিক্ষক পাঠের বিষয় নির্বাচনে বিশেষ মনোযোগী হতে হবে যাতে সকল শিক্ষার্থী অংশগ্রহণে সক্ষম হয়৷
- ডাউনলোড: প্রতিলিপি (ট্রান্সক্রিপ্ট) / ভিডিও
- এই ভিডিওর উপর আপনার চিন্তাভাবনাকে আমরা স্বাগত জানাচ্ছি৷ দয়া করে এগুলি ইউটিউবে সকলর সাথে ভাগ করুন৷
- আপনি TESS-India প্রাথমিক ভাষা ও সাক্ষরতা নামক শিক্ষক উন্নয়নের মুক্ত শিক্ষা সম্পদটি পাঠ করতে চাইতে পারেন
একজন শিক্ষক তার শিক্ষার্থীদের জুটি বেঁধে কাজ করতে বলেন যাতে তারা সমস্যার সৃষ্টি ও সমাধান একত্রে করতে পারবে৷
- ডাউনলোড: প্রতিলিপি (ট্রান্সক্রিপ্ট) / ভিডিও
- এই ভিডিওর উপর আপনার চিন্তাভাবনাকে আমরা স্বাগত জানাচ্ছি৷ দয়া করে এগুলি ইউটিউবে সকলর সাথে ভাগ করুন৷
- আপনি TESS-India শিক্ষক উন্নয়নের মুক্ত শিক্ষা সম্পদ প্রাথমিক গণিত পড়তে চাইতে পারেন
একজন শিক্ষক লেখার কাজের জন্য তার শিক্ষার্থীদের প্রস্তুত করেন আলোচনা ভিত্তিক কার্যক্রম ব্যবহার করে
- ডাউনলোড: প্রতিলিপি (ট্রান্সক্রিপ্ট) / ভিডিও
- এই ভিডিওর উপর আপনার চিন্তাভাবনাকে আমরা স্বাগত জানাচ্ছি৷ দয়া করে এগুলি ইউটিউবে সকলর সাথে ভাগ করুন৷
- আপনি TESS-India শিক্ষক উন্নয়নের মুক্ত শিক্ষা সম্পদ মাধ্যমিক ইংরেজি পড়তে চাইতে পারেন।
একজন শিক্ষক তাঁর শিক্ষার্থীদের ধারণা অন্বেষণের, তাদের যুক্তিবোধ গঠণের এবং একে অপরের থেকে শেখার সুযোগ করে দেন
- ডাউনলোড: প্রতিলিপি (ট্রান্সক্রিপ্ট) / ভিডিও
- এই ভিডিওর উপর আপনার চিন্তাভাবনাকে আমরা স্বাগত জানাচ্ছি৷ দয়া করে এগুলি ইউটিউবে সকলর সাথে ভাগ করুন৷
- আপনি TESS-India শিক্ষক উন্নয়নের মুক্ত শিক্ষা সম্পদ মাধ্যমিক গণিত পড়তে চাইতে পারেন।
একই পারদর্শিতা সম্পন্ন শিক্ষার্থীদের নিয়ে দল গঠন করে শিক্ষার্থীদের মধ্যে ফলপ্রসূ কথাবার্তা চালানোয় উদ্বুদ্ধ করতে পারেন পারেন এক জন শিক্ষক
- ডাউনলোড: প্রতিলিপি (ট্রান্সক্রিপ্ট) / ভিডিও
- এই ভিডিওর উপর আপনার চিন্তাভাবনাকে আমরা স্বাগত জানাচ্ছি৷ দয়া করে এগুলি ইউটিউবে সকলর সাথে ভাগ করুন৷
- আপনি TESS-India শিক্ষক উন্নয়নের মুক্ত শিক্ষা সম্পদ মাধ্যমিক বিজ্ঞান পড়তে চাইতে পারেন।
সকলকে অন্তর্ভুক্ত করা
