শিক্ষকদের নেতৃত্বদান
একজন বিদ্যালয় নেতৃত্ব শিক্ষকদের এগিয়ে নিয়ে যাওয়া সম্পর্কে কী বলছেন শুনুন৷ কোন্ কোন্ বিষয়ে তাঁর চেষ্টা প্রাধান্য পাচ্ছে তা খেয়াল করুন৷ এটাও লক্ষ্য করুন শিক্ষার্থীর অভিজ্ঞতা
শিক্ষকদের এগিয়ে নিয়ে যাওয়া সম্পর্কে বলার সময় তাঁর প্রধান গুরুত্বপূর্ণ বিষয় হয়ে উঠছে শিক্ষকদের সংগঠিত করা, কিন্তু তিনি এও বলছেন বিদ্যালয়ে সহযোগিতার আবহ পালন করছেন এবং শিক্ষার্থীদের সঙ্গে ব্যয় করার সময়টিকে সুরক্ষিত করছেন৷ তাঁর শিক্ষকদের এগিয়ে নিয়ে যাওয়ার পদ্ধতির আপনার অগ্রাধিকার ও করণীয় সঙ্গে কতদূর সম্পর্কযুক্ত?
- ডাউনলোড: প্রতিলিপি (ট্রান্সক্রিপ্ট) / ভিডিও
- এই ভিডিওর উপর আপনার চিন্তাভাবনাকে আমরা স্বাগত জানাচ্ছি৷ দয়া করে এগুলি ইউটিউবে সকলর সাথে ভাগ করুন৷
- আপনি TESS-India বিদ্যালয় নেতৃত্বদানের মুক্ত শিক্ষা সম্পদ পাঠ করতে চাইতে পারেন৷
প্রাসঙ্গিক TESS-India বিদ্যালয় নেতৃত্বদানের মুক্ত শিক্ষা সম্পদঃ
- অভিমুখীকরণ: একজন সক্ষমতাদানকারী হিসাবে প্রাথমিক স্কুল প্রধান
- অভিমুখীকরণ: একজন সক্ষমতাদানকারী হিসাবে মাধ্যমিক স্কুল প্রধান
- শিখন-শিক্ষণ প্রক্রিয়ার রূপান্তর ঘটানো: কর্ম দক্ষতার বিকাশে শিক্ষকদের প্রতি সহায়তাদান
- শিখন-শিক্ষণ প্রক্রিয়ার রূপান্তর ঘটানো: শিক্ষকদের পেশাগত বিকাশের ক্ষেত্রে নেতৃত্বদান
- শিখন-শিক্ষণ প্রক্রিয়ার রূপান্তর ঘটানো: পরামর্শদান এবং প্রশিক্ষণ
শিখনের পরিবেশ
